চাই সে এমন মানুষ থাক
———— শুভ জন্মদিন আম্মু
আজ প্রথমা’র জন্মদিন
নাচছে হৃদয় রিনিঝিন।
আদর সোহাগ মায়ায় ঘিরে,
চায় না যে কেউ কষ্ট পাক
সবাই সবার বন্ধু থাক।
হাজার রকম প্রশ্ন যে তার
খাচ্ছে মাথায় ঘুরপাক,
রিডিং সিকিং কাটিং ফিটিং
চলছে যে তার দিনরাত।
মেয়েটা আমার মিষ্টি দারুণ
দায়িত্বশীলও কম না সে,
ছোটদেরকে আগলে রাখে
বড়দেরও ভালোবেসে।
মন খুলে সে হাসতে জানে
মন খুলে সে বলতে জানে
মন খুলে সে মিশতে জানে
মনটা উদার করতে জানে,
চাই সে এমন মানুষ থাক
সৃষ্টিকুলের মনিকোঠায়
হাজার বছর বেঁচে থাক।